দূর্নীতি: সরকারকেই অগ্রণী ভুমিকা পালন করতে হবে
কিছু দিন ধরে দেশের দুর্নীতির কিছু খবর খুব জোরেই শুনা যাচ্ছে । ক্ষমতায় যারা আছে তাঁদের দুর্নীতি সামনে আসছে। সেই দুর্নীতির পরিমান আকাশ সমান । প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে যে দুর্নীতি মহামারী হিসেবে ধারন করছে। একটা কলম কেনা থেকে শুরু করে বিমান কেনা পর্যন্ত সব জায়গায়ই ভয়াবহ দুর্নীতি হচ্ছে ।
মাননীয় প্রধান মন্ত্রী যদিও কিছু পদক্ষেপ নিচ্ছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। কারন আমি জানি দুর্নীতির পরিমান এতো বেশি যে এখন প্রধান মন্ত্রীর হাতের নাগালের বাহিরে চলে গেছে। কারো কোন জবাবদিহিতা নাই। আর এই কারনেই একের পর এক দুর্নীতি হচ্ছে । স্বাধীনতার ৪৯ বছর পরেও যদি দেশের উন্নয়ন চোখে পরার মতো না হয় তবে কবে হবে ? দেশে দুর্নীতির উন্নয়ন চোখে পরার মতো কিন্তু দেশের উন্নয়ন চোখে তেমন দেখা যায় না।আমি জানি পৃথিবীর সকল দেশে দুর্নীতি আছে কিন্তু দেখতে হবে তার পরিমান কতটুকু আর তার বিরুদ্ধে আইনানুগ কি পদক্ষেপ নেওয়া হচ্ছে ।
আমাদের দেশের দুর্নীতির পরিমান টাকার অংকে লক্ষ্য কোটি টাকা ছাড়িয়ে যায় । কেউ এক লক্ষ্য টাকা দুর্নীতি করলে তার বিরুদ্ধে আমাদের আইন খুব তারাতারি কাজ করে সাজার ব্যবস্থা হয়ে যায় কিন্তু কেউ একশো কোটি টাকা দুর্নীতি করলে মন্ত্রী পরিশদে জায়গা পেয়ে যায় আর এই জন্যই দুর্নীতির পরিমান বেশি থেকে আরো বেশি হচ্ছে । দেশের সরকার সরকারী কর্মচারীর বেতন ভাতা দেওয়া জন্য বাজেটের ৬৫% ব্যয় করে ।
বেতনের পরিমান আগের তুলনায় কয়েকগুন বৃদ্ধি পেয়েছে আর এর কারন হিসেবে সরকার উল্লেখ করেছে বেতন বেশি হলে দুর্নীতি কমবে কিন্তু হয়েছে তার উল্টোটা বেতন ও বেড়েছে দুর্নীতি ও বেড়েছে । তাই সরকারের সাথে সাথে সকল শ্রেনীর জনগনের উচিত এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো । তবে সরকারকেই সবচেয়ে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।