একটি শিক্ষিত জাতীই কেবল একটি সুন্দর দেশ তৈরী করতে পারে

এত সম্পদের মালিক সওজ প্রকৌশলীর স্ত্রী?
পুলিশ কর্মকর্তা কি করে দেশে-বিদেশে এত অঢেল সম্পদের মালিক হয়?

স্ত্রীর নামে কানাডায় প্রাসাদসম বাড়ি কিনেছেন নাটোরের এমপি শফিকুল ইসলাম শিমুল
ইকমার্স এর নামে ইভ্যালির প্রতিষ্ঠাতারা হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ
ইকমার্স এর নামে ই-অরেঞ্জও একই পথের পথিক

ডাক বিভাগের সাথে মিলে (ডাক বিভাগের সাথে তাদের কোন চুক্তি নেই) ইকমার্স এর নামে নগদও একই পথে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হয়ে সভায় যোগ দিয়ে অবৈধ হারে সিটিং অ্যালাউন্স নেন মন্ত্রণালয়-ইউজিসির প্রতিনিধিরা।

ফেরিঘাটের রাস্তা নির্মাণে ব্যবহার করা হচ্ছে বাঁশ
উপরে যা পড়লেন সেগুলো সংবাদপত্রের শিরোনাম। এই লিস্ট চলতে পারে ad infinitum! এইরকম আরো অসংখ্য অনিয়ম দুর্নীতির শিরোনাম পাবেন আমাদের দৈনিক পত্রিকাগুলো ঘাটলে। তার চেয়ে আরো অনেক অনিয়ম অঘটন ঘটছে যেগুলো সংবাদ শিরোনাম হচ্ছে না। অনেক সংসদ ও মন্ত্রীর আমেরিকায় ক্যানাডায় নাকি বাড়ি গাড়ি সহ অঢেল সম্পদ আছে। মন্ত্রী আমলা ব্যবসায়ীদের ক্যানাডায় বেগম পারতো আছেই। এই দেশটা হয়ে গেছে অনিয়ম দুর্নীতির স্বর্গ রাজ্য।

আমলা ব্যবসায়ীদের দুর্নীতির কারণে কিছুদিন আগে লেবানন দেউলিয়া হয়ে যায়। শ্রীলংকাও একই পথে হাঁটছে। শ্রীলংকার রুপি ডলার বিপরীতে মারাত্মক বিপর্যয় ঘটেছে। আমাদের দেশে যেভাবে চুরি দুর্নীতি অন্যায় অবিচার ঘটছে তাতে শংকা জাগে মনে।
একই সাথে শিক্ষা সংক্রান্ত কিছু সংবাদ শিরোনাম দেই

“দীর্ঘতম সময় স্কুল বন্ধ রাখার রেকর্ড বাংলাদেশের”
“করোনার টিকা দেওয়ায় এশিয়ার মধ্যে বাংলাদেশ কেবল আফগানিস্তানের উপরে।”
“এশিয়ার উদ্ভাবনী দেশের তালিকায় তলানিতে বাংলাদেশ”
“বসবাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা”
“শিক্ষার মানে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ”
“বাংলাদেশে শিক্ষকদের বেতন দক্ষিণ এশিয়ার সর্বনিম্নে”
“১১ ব্যাংকের মূলধন ঘাটতি ২৫ হাজার ৩৮৫ কোটি টাকা”

এটাই হলো বর্তমান বাংলাদেশের চিত্র। শিক্ষা ও গবেষণাকে বাংলাদেশের সরকারেরা কতটা অবহেলা ও অবজ্ঞা করে উপরের শিরোনামগুলো তারই প্রতিফলন।

তাহলে এইবার বলুন দেশটা কেমন চলছে। যতদিন না আমরা শিক্ষাকে ঠিক করব ততদিন এইসব চলবেই। কারণ একটি শিক্ষিত জাতীই কেবল একটি সুন্দর দেশ তৈরী করতে পারে।

Maniruzzaman

I am Maniruzzaman, a free thinker and political commentator, dedicated to unraveling the complexities of Bangladesh’s political landscape.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button