বাংলাদেশটা যাচ্ছে কোথায়?

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিট খালি থাকলেও রোগীকে নিচে আশ্রয় নিতে হয়। কিন্তু টাকা দিলে সিট পাওয়া এবং তড়িৎ গতিতে চিকিৎসা পাওয়া যায়। সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বৃহওর সিলেটের সকল শ্রেনী-পেশার মানুষের চিকিৎসা সেবার একমাএ সরকারী স্বাস্থ্য সেবা কেন্দ্র। সিলেট জেলার অসুস্থ গরীব-দুঃখী

মানুষের এটাই শেষ আশ্রয় স্থল। ওসমানী হাসপাতালে সিলেট জেলার নানা প্রান্ত থেকে মানুষ আসে চিকিৎসা নিতে, অথচ রোগীদের এবং তাদের স্বজনদের এখানে এসে বিভিন্ন ধরণের সমস্যা ও হয়রানির শিকার হতে হয়। সরজমিনে ৩ তলার ১১ নাম্বার ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রোগীদের আত্মচিৎকার। ডাক্তার এবং নার্সদের অবহেলার মধ্য দিয়েই চলছে তাদের চিকিৎসা।

পাশেই খালি সিট পড়ে রয়েছে, কিন্তু গরীব রোগীদের কপালে তা জুটছেনা। তবে দু’তিন জন রোগীর সাথে কথা বলে জানতে পারলাম, হাসপাতালের ওয়ার্ড বয়কে ১০০০/৫০০ টাকা দিতে পারলে পাওয়া যাবে সিট। আরো কয়েক জন রোগীর সাথে কথা বলে জানা যায়, এই সব ওয়ার্ড বয় এরাই নাকি এখানে ডাক্তারদের থেকেও বড়। এদের কথা মতই রোগীদের চলতে হয়।তাই প্রশাসিক কর্মকর্তা সহ সর্বস্তরের দৃষ্টি আর্কষন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

Maniruzzaman

I am Maniruzzaman, a free thinker and political commentator, dedicated to unraveling the complexities of Bangladesh’s political landscape.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button