অচিরেই দেশ অপকর্মের স্বর্গরাজ্য তথা মগের মুল্লুকে পরিণত হচ্ছে
বাংলাদেশের ক্ষমতার ধরণ পর্যবেক্ষণ করলে দেখা যাবে রাষ্ট্র ও জনগণের আসল শত্রুদের পক্ষেই এর অধিকাংশ কর্মপরিকল্পনা। যেমন : বড়ো বড়ো ঋণ খেলাপি কিংবা বড়ো বড়ো খুন ও ধর্ষণকারীদের রক্ষা করতেই এই রাষ্ট্রের যাবতীয় শক্তি কাজ করে। এটা করতে গিয়ে বিচার বিভাগ এবং অর্থনীতির মেরুদন্ড আজ তছনছ হয়ে গেছে। বিচার বিভাগের ক্যান্সার সারাতে কিছুটা উদ্যোগ নিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা।
কিন্তু এই অপশক্তির সিণ্ডিকেটের প্রবল প্রতাপে তাকে শেষ পর্যন্ত সপরিবারে দেশ থেকে পালাতে হয়েছে। অথচ শেয়ার বাজার লুটেরা সালমান এফ রহমান কিংবা অন্যান্য ব্যঙ্ক লুটেরাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা নেয়নি রিজার্ভ চোরদের বিরুদ্ধেও।
এ ছাড়া নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের হোতা শামীম ওসমানের বিরুদ্ধেও কোনো একশন নেই। এরকম সাংবাদিক সাগর রুনির হত্যাকারী, বিশ্বজিত এর খুনি কিংবা অতি সাম্প্রতিক বরগুনার রিফাত শরীফ খুনের আসল অপরাধীদের আড়াল করতেই ক্ষমতাসীনরা সব পদক্ষেপ গ্রহণ করে চলেছে।
কাজেই খুব সহজেই বলা যায় অচিরেই দেশ অপকর্মের স্বর্গরাজ্য তথা মগের মুল্লুকে পরিণত হচ্ছে।