পরিবর্তন আসছে, আসতেই হবে
একজন সামান্য খাদ্য পরিদর্শক যখন দেশের নামকরা একাধিক কোম্পানির বিরুদ্ধে মামলা করার সাহস দেখায়, তখন বুঝতে হবে পরিবর্তন আসছে। যখন সেইসব কোম্পানির বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর স্বয়ং চেয়ারম্যান/এমডি সাহেবদের আদালতে এসে বেচাইন হয়ে যেতে হয়, তখন বুঝতে হবে পরিবর্তন অবশ্যম্ভাবী।
একটি নামকরা কোম্পানির নামকরা চেয়ারম্যান সাহেব আদালতে অসুস্থ অবস্থায় স্বশরীরে এম্বুল্যান্সে আদালতে শুনানিতে হাজিরা দিয়ে ফিরে যাবার সময় খাদ্য পরিদর্শকের পিঠ চাপড়ে বলেছিলেন, আপনাকে ধন্যবাদ, আপনার সাহসের তারিফ করছি আমি যে আমাকে আদালতে হাজির করে ছেড়েছেন আপনি।
পরিবর্তন আসছে। আসতেই হবে।