গত দুই বছরে আন্তর্জাতিক বাজারে খেজুরের দাম বাড়েনি, বাংলাদেশে কেন বাড়ল?
খেজুরের পরিবর্তে বড়ই খান, শিল্প মন্ত্রী -নুরুল মজিদ
আহারে কি তামাশা…
.
গত দুই বছরে আন্তর্জাতিক বাজারে খেজুরের দাম বাড়েনি।
কিন্তু বাংলাদেশে খেজুরের দাম বেড়েছে কয়েক গুন। এর একমাত্র কারন হলো, সরকারের অতিরিক্ত শুল্কায়ন নীতি।
খেজুর কোনো বিলাসী খবার না। খেজুরের পুষ্টি গুনের পাশাপাশি এটি ধর্মীয় আবেগের সাথে জড়িত একটি পন্য।
এই ধরনের একটি খাদ্য পন্যে এতো অতিরিক্ত শুল্ক ধার্য্য করা কোনোভাবেই কাম্য নয়।
এই অতিরিক্ত শুল্ক আওয়ামী লীগ সরকারের লুটপাট আর দূর্নীতি ছাড়া রাষ্ট্রের কোনো কাজে লাগছে না।
সরকারের দূরনীতির খেসারত আজ দেশের মানুষকে দিতে হচ্ছে….