পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হত্যা, হত্যাকারীর দায় স্বীকার
ময়মনসিংহে তারাকান্দা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি স্বপন কুমার ভদ্র (৬৫) খুনের ঘটনায় অভিযুক্ত সাগর জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি।
খুনের ঘটনায় স্বপন কুমার ভদ্রের স্ত্রী সবিতা রানী সাগরকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তিনি জড়িতদের বিচারের আওতায় এতে ফাঁসির দাবি করেছেন।
পুলিশ জানায়, সাগর (১৮) এলাকায় চিহ্নিত বখাটে নামে পরিচিত। মূল ঘটনার রহস্য বের করতে কাজ করছে পুলিশ। ওই এলাকায় মাদকের বিস্তার বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে। অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবেও বলে জানায় পুলিশ।
এদিকে নগরীর শম্ভুগঞ্জ মাঝিপাড়া স্বপন ভদ্রের বাড়িতে শোকের ছায়া বিরাজ করছে। স্বপন ভদ্রের ২ ছেলে ও ১ মেয়ে। ১ ছেলে ঢাকায় ব্যবসা করে। আরেক ছেলে সেনাবাহিনীতে কর্মরত।
সাংবাদিক স্বপন ভদ্র স্থানীয় সমস্যা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ কারণেই তার ওপর ক্ষিপ্ত ছিল অপরাধী চক্রটি।
উল্লেখ্য, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকার নিজ বাড়ির কাছেই বসে থাকা অবস্থায় তাকে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়। তিনি স্থানীয় দৈনিক স্বজন পত্রিকায় ও দৈনিক নবকল্যাণ পত্রিকার তারাকান্দা উপজেলা প্রতিনিধি ছিলেন। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকার বিভিন্ন ঘটনা ও বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করতেন।