ঘুষ নেওয়ার পর চাকরগণ বলেন, আমাকে আখিরাতে জবাবদিহি করতে হবে!
আমাদের এমনই দেশ যেখানে নিয়মিত ঘুষ খাওয়া ভদ্রলোকটাও তার সহকর্মীকে বলে- ছিঃ আপনি মদ খান? ওটাতো হারাম!
এখানে ঘুষ নেওয়ার পর কতিপয় জনগণের চাকরগণ বলেন, চিন্তা করবেন না, আপনার কাজ না হলে আমাকে আখিরাতে জবাবদিহি করতে হবে!
ধর্ম ন্যূনতম পালন না করেও দুনিয়ার সবচে বেশি ধর্মানুভূতিশীল মাখলুকাত বাস করে বাংলাদেশে! যাপিত জীবনে যে যত বকধার্মিক, ফেসবুকে সে ততো বড় ধার্মিক!
ঘুষ ও দুর্নীতির সাথে সখ্যতা গড়ে ওঠা এ মানুষগুলোর শূকরের মাংস আর মদের সাথে যে বৈরিতা, তা একান্তই স্বার্থসংশ্লিষ্ট। এখানে ইমান ও আকিদার ন্যূনতম সম্পর্ক নাই। এরা প্রত্যেকেই বকধার্মিক, ফেসবুকিয় মুমিন!
আর এ জন্যই মাঝেমধ্যে ফেসবুকটাকে মনে হয় একটা ডিজিটাল মাজার! বকধার্মিকদের প্রার্থনা, দোয়া, মোনাজাত, শোকরগোজার- সবই ফেসবুকভিত্তিক!