‘দুর্নীতি আমার বাংলার কৃষক করে না’
“দুর্নীতি আমার বাংলার কৃষক করে না,
দুর্নীতি আমার বাংলার শ্রমিক করে না,
দুর্নীতি করে আমাদের শিক্ষিত সমাজ”
-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আপনি আওয়ামীলীগ করতে পারেন অথবা বিএনপি অথবা অন্য কোন দল। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক করবার অবকাশ নেই। সারা বিশ্ব হারিয়েছিল একজন গ্রেট লিডার ১৫ আগস্ট ১৯৭৫ সালে।
আমরা যে দেশটিকে বাংলাদেশ নামে ডাকি সেই দেশটির নাম ছিল ১৯৪৭ সালের পর পূর্ব বাংলা। পাকিস্তানিরা নামটি পরিবর্তন করে ১৯৫৫ সালের ১৪ অক্টোবর পূর্ব পাকিস্তান রাখে।
বঙ্গবন্ধু বলেছিল এই বাংলা নামটি শুধু একটি নাম নয়। এই অঞ্চলের নামে একটি উপসাগরের নাম হয়েছে শত শত বছর ধরে যেটি সারা বিশ্বের কাছে পরিচিত বঙ্গোপসাগর নামে৷
১৯৬৯ সালের ৫ ডিসেম্বর এই মহান নেতা পূর্ব পাকিস্তান নাম পরিবর্তন করে “বাংলাদেশ” রাখেন। আমাদের স্বাধীনতার আগেই আমাদের দেশের নাম তিনিই বাংলাদেশ রেখেছিলেন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীর শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধুকে। বাংলাদেশ নাম দেয়াটা স্বার্থক। প্রিয় বাংলাদেশ। কিন্তু এই দেশে এখনো রয়ে গেছে কিছু নর্দমার কীট। যারা ইনিয়ে বিনিয়ে পাকিস্তানকে সমর্থন করে। লজিক দেখায়। কিছু আছে ভারতের দালালি করে।
এই দেশটা বাংলাদেশের দালালদের। মনে রেখো সেই কথা।