সুইস ব্যাংকের বাংলাদেশী গ্রাহকদের নামের তালিকা প্রকাশ করা হোক
সুইস ব্যাংকে জমানো ৫৬৮৫ কোটি টাকার বাংলাদেশী গ্রাহকদের নামের তালিকা প্রকাশ করা হোক। নতুবা জনগন মনে করবে, সরকার দুর্নীতি ও লুটপাটের টাকা সুইস ব্যাংকে পাচার করেছে।
[সকলের জ্ঞাতার্থে –
২০১৬ সালে সুইস ব্যাংক গুলোতে বাংলাদেশ থেকে জমা হওয়া অর্থের পরিমাণ ছিল ৬৬ কোটি ১০ লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় বিনিময় করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ হাজার ৬৮৫ কোটি টাকা।
২০১৫ সালে সুইস ব্যাংক গুলোতে বাংলাদেশ থেকে জমার পরিমাণ ছিল ৫৫ কোটি সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল ৪ হাজার ৭৩০ কোটি টাকা। সেই হিসেবে আগের বছরের চেয়ে এই জমার পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা বেড়েছে]