দূর্নীতিঃ সামাজিক অবস্থা পরিবর্তনের সংগ্রাম
বাংলাদেশে দূর্নীতির একটি বড় কারন নিজের শ্রেণি পরিবর্তন করে অন্য শ্রেণিতে পদার্পণের অসাধু চেষ্টা। মুলত চাকুরি পাবার পরই অনেকেই নিজের সামাজিক অবস্থা থেকে বেরিরে আসার চেষ্টা করে। আর যে যেই বৃত্তের মধ্যে বেড়ে উঠেছে সেই বৃত্তে থাকতে তার ব্যাপক অসুবিধা হয়! তাই অনেকেই আলাদিনের চেরাগ পাবার মত টাকার পাহাড় গড়তে ঝাপিয়ে পড়ে, যেখানে মানব সেবা,দেশ সেবা খুব একটা অনেকেরই থাকেনা।