ক্যামেরার দাম কত? আর ভ্রমন খরচ কত?
শেখ হাসিনার কর্মকাণ্ড কভারেজের জন্য ডিজিটাল ক্যামেরা কিনতে হবে। তারা বাংলাদেশকে ডিজিটাল করে ফেলছেন অথচ ক্যামেরা কিনে আনতে হবে জার্মানী থেকে। দেশের দোকানে ঐ ক্যামেরা থাকলেও সেটা কেনা যাবে না। মানে, মোড়ের দোকান থেকে চা পাতা না কিনে সিলেট যেতে হবে চা’পাতা কিনতে।
আগেই তাজ্জব হবেন না প্লিজ আরো আছে! সেই ক্যামেরা যাচাই বাছাই করার জন্য তিনজন বিশেষজ্ঞ আবার জার্মানী ভ্রমনে যাবেন। ডিজিটাল পদ্ধতিতে অনলাইন থেকে কেনার কোন উপায় নাই, অর্ডার দেবারও কোন ব্যবস্থা নাই।
এইখানে কিন্তু কোন দুর্নীতি হচ্ছে না। সবই সরকারী অফিস অর্ডার দিয়ে করা হচ্ছে।
প্রশ্ন করবেন না, ক্যামেরার দাম কত? আর ভ্রমন খরচ কত?