সরকারের গদি টেকানো ‘দানবদের’ আহার যোগাতে নতুন জুলুম
মহাসড়কের ওপরে টোল বসাতে যাচ্ছে সরকার। চরম মূল্যস্ফিতিতে জনগণের জীবনে যখন নাভিশ্বাস উঠেছে তেমন সময়ে এরকম সিদ্ধান্ত মানে হচ্ছে সরকার টাকার সংকটে ভুগছে। যথেষ্ট পরিমাণ টাকা পাওয়া এবং সেটা দিয়ে প্রকল্প তৈরি করার মাধ্যমে আমলা, পুলিশ, ব্যবসায়ী এবং আওয়ামী লীগের লোকজনকে যথেষ্ট খাবারের সুযোগ দিতে না পারলে সরকারের ক্ষমতা টিকবে না।