যদি দুর্নীতি আর পেশিশক্তি না থাকতো এই দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হতো
এই বাংলাদেশে যদি দুর্নীতি আর পেশিশক্তি না থাকতো এই দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হতো।
এই দেশ দুর্নীতিতে ভরে গেছে শুধু এখন নয়।বঙ্গবন্ধুর মৃতুর পর হতে এই পর্যন্ত। এই দুর্নীতির কারনে মানুষ দিন দিন গরীব থেকে গরীব হচ্ছে। কোটিপতিরা কোটিপতি হচ্ছে।
একজন সরকারি চাকুরিজীবী পিয়নের বাসায় গেলে আপনার মাথা ঘুরে যাবে ওর বাসার চাকচিক্য দেখে।পিয়নের বাসার যদি এমন দেখেন তাহলে ওর বসের বাসার অবস্হান জানি কেমন আপনারা না দেখলে অনুমান করতে পারবেন না।সবাই এই দেশে বড় বড় কথা বলে বাস্তবের সাথে মিল নেই।
বাংলাদেশের প্রতিটি সেক্টরে সেবা নিতে টাকা লাগে ‘ টাকা ছাড়া কাজ হয় না। এই অবস্হান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।উদার মন নিয়ে মানুষের কাজ করতে হবে।শুধু মেম্বারগন জনগনের সেবা দিবে তা ঠিক নয়। যে যেই অবস্হানে থেকে চাকুরি করেন আপনি ঐ অবস্হান থেকে জনগনের সেবা দিতে পারবেন।