দুর্নীতির যে মহোৎসব চলছে, আওয়ামী লীগ এসবের জন্য দায়ী
বাংলাদেশে সরকারের চলমান এই শুদ্ধি অভিযানে মোহগ্রস্ত হয়ে বাহবা বলার কিছু নেই। কারণ, এসব লোকদেখানো অভিযান যতটা না দেশ ও দশের কল্যাণের জন্য, এর চেয়েও বেশি আওয়ামী লীগের দলীয় কল্যাণের জন্য পরিচালিত হচ্ছে। তাই সরকারের এতে বাহবা পাওয়ার কিছু নেই। আমরা ভালোভাবেই জানি, যা কিছু প্রকাশিত হচ্ছে- এর চেয়েও অনেক বেশি ভয়ংকর যা এখনো অগোচরে রয়ে গেছে।
সুতরাং আওয়ামী লীগ যদি ভেবে থাকে, নিজেদের স্বার্থে নিজেদের কিছু লোককে সাময়িক বলি দিলেই দেশবাসী হাত তালি দিয়ে তাদের সব দুঃশাসন ও দুর্নীতি ভুলে যাবে- তবে আমরা বলি, তা অসম্ভব। দেশজুড়ে আজ মাদক, জুয়া ও দুর্নীতির যে মহোৎসব চলছে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এসবের জন্য একমাত্র দায়ী।
যতদিন দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এ ধরণের লোকদেখানো সাময়িক অভিযানে কোনো সুফল আসবে না। এই সত্য আওয়ামী লীগ যত দ্রুত বুঝবে, ততই তা দেশের জন্য কল্যাণকর হবে।