বাংলাদেশ এখন যেন পুলিশী রাষ্ট্র
বাংলাদেশ এখন যেন পুলিশী রাষ্ট্র। রিমান্ডের নির্যাতন, হত্যা, গুম, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এখন পুলিশের নিয়মিত কাজে পরিণত হয়েছে। মানুষ সুবিচারের জন্য ছুটে যায় সর্বোচ্চ আদালতে। কিন্তু আশ্রয়টুকুও এখন আর অবশিষ্ট নেই বললেই চলে। গ্যাস, বিদ্যুৎ, পানি সহ জনদুর্ভোগ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সংবাদপত্রের কন্ঠরোধ ও সাংবাদিক নির্যাতন, বিরোধী দলের উপর দমন-নিপীড়নেরও শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসের ফিরিস্থি অল্প কথায় শেষ করা কঠিনই বটে। ছাত্রলীগের অত্যাচারে গোটা জাতি যখন অতিষ্ঠ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই দিশেহারা। প্রধানমন্ত্রী কখনও বলেন, ছাত্রলীগকে ত্যাজ্য করে দিলাম, কখনও বলেন, ছাত্রলীগে অনুপ্রবেশকারী ঢুকেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ছাত্রলীগের দায়দায়িত্ব আওয়ামীলীগ নেবে না। যারা নিজেদের একটা ছাত্র সংগঠন চালাতে পারেন না, তারা দেশ চালাবে কিভাবে এই প্রশ্ন এখন সবার।