একই রাষ্ট্রের বাসিন্দা আমরা অথচ ভিন্ন ভিন্ন আচরণের শিকার

বাংলাদেশে হাজার হাজার তিন কোটি টাকা দামের গাড়ি আছে। তারা কিভাবে কিনছেন? তাদের আয়ের উৎস কী? কেউ খতিয়ে দেখতে যাবেনা।

এই দেশের উঁচু তলার অনেকের বাসায় মিনি বার মদ খাট পাওয়া যাবে তাদের বাসায় অভিযান হবেনা।
দূর্নীতির টাকায় হর্তাকর্তাদের দেশ বিদেশে আলিশান মহলের অভাব নাই। যারা পরীমনিদের কারিগর, তাদের হাতে হাতকড়া লাগবেনা।
পরীমনিকে বিছানায় পেতে অর্থলগ্নিকারিদের আয়ের উৎস খোঁজা হবেনা কখনোই।

শুধু যত দোষ ওই পরীমনির- শিশুকালে মা হারা, কৈশোরে খুন হওয়া বাবার কণ্যাটি যে কত প্রতিকূলতার সাথে লড়াই করে আজকের পরীমনি, সে গল্প আসবেনা কোনো মিডিয়ায়। আসবে জন্মদিনে পুলিশ কর্তাকে চুমু খাওয়ার পার্সোনাল ভিডিও।
পরিমনি মদ পান করে, পরীমনি সিনেমা করে, পরীমনি খোলামেলা পোষাক পরে, পরিমনি কথিত সেই ধনিক শ্রেণির সাথে সফর করে। আরো কত কি!

একই আইনে রাষ্ট্রের বাসিন্দা আমরা ভিন্ন ভিন্ন আচরণের শিকার। ‘একটা কথা অনস্বীকার্য তোমারে বধিবে যে গোকূলে বাড়িছে সে’। সে যেই হোক না কেন।।

Maniruzzaman

I am Maniruzzaman, a free thinker and political commentator, dedicated to unraveling the complexities of Bangladesh’s political landscape.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button