আইন প্রণেতারা কেন রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ডে জড়াবে?
সংসদ সদস্য এর আভিধানিক অর্থ হল “আইন প্রনেতা”। অর্থাৎ যারা রাষ্ট্রের আইন প্রনয়ন করে। সংসদ সদস্যদের প্রধান কাজ জনকল্যাণ মুখী ভাল আইন প্রনয়ন করে দেশকে সুন্দরভাবে পরিচালনা করা। কিন্তুু বাংলাদেশে সংসদ সদস্যদেরকে রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ডে জড়ানোর মাধ্যমেই সারাদেশে দুর্নীতির বিষ ছড়ানো হয়।
দুর্নীতির লোভেই সংসদ সদস্যরা তখন আর ভাল জনকল্যাণমূখী শক্তিশালী আইন প্রনয়ন করেননা বা করতে পারেননা। পৃথিবীর কোন সভ্য আধুনিক দেশে সংসদ সদস্যরা কোন উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করেননা, সেখানে সব উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে শক্তিশালী স্থানীয় সরকার বিভাগ।