দেশটাকে বাঁচান
এত ব্যর্থতার পরেও এত দুর্নীতির পরেও একবারও কি সুশীল সমাজ চিন্তা করছে বাংলাদেশে একটা সুস্থ গণতান্ত্রিক ধারার নির্বাচন আবশ্যক হয়ে পড়েছে ।এছাড়া আমাদের এর থেকে পরিত্রাণের কোনো রাস্তা আছে বলে কারো কাছে জানা নেই! কিন্তু কিছু তেলবাজির কারণে এই জিনিসগুলো সামনে নিয়ে আসা যাচ্ছেনা দুর্নীতির শীর্ষ পর্যায়ে যেটাকে বলে এখন সরকার এটার মধ্যে বলিয়ান।আওয়াজ তুলুন গণতন্ত্রের নামে সুষ্ঠু নির্বাচনের নামে লুটপাটের বিরুদ্ধে।? দেশ থাকলে জনগণ থাকবে জনগণ থাকলে রাজনীতি থাকবে যে হারে স্বাস্থ্যখাতে লুটপাট হচ্ছে সেই হারে প্রত্যেকটা সেক্টরে লুটপাটের শীর্ষ পর্যায়ে আছে দেশকে বাঁচান রাজনীতিকে পাবেন নয়তো কিছুদিন পরে দেশ থাকবেনা সব বলিয়ান হয়ে যাবে।