মহাসড়ক নির্মাণে সবচেয়ে ব্যয়বহুল দেশ হচ্ছে বাংলাদেশ কাদের দুর্নীতির জন্য?
চার লেনের মহাসড়ক নির্মাণে সবচেয়ে ব্যয়বহুল দেশ হচ্ছে বাংলাদেশ – কাদের দুর্নীতির জন্য?
যেখানে ভারতে এ ব্যয় ১০ কোটি টাকা, চীনে তা গড়ে ১৩ কোটি টাকা, ইউরোপে এ ব্যয় ২৮ কোটি টাকা আর বাংলাদেশে এ ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি টাকা। এখানে একটা ক্রম লক্ষ্ করুন। যে দেশ যত বেশি উন্নত সেই দেশে তত বেশি খরচ। আমরাতো দেখতেছি বিশ্বে সবচেয়ে উন্নত দেশ।
সবাই বলুন মারহাবা! মারহাবা!! মারহাবা!!!