ঘুষকেও ‘নিজের হক’ বলে দাবি করা বাঙালি ও কিছু কথা
কিছুদিন আগে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল। একটি পেপারসের জন্য সরকারি অফিসে অনেক ঘুরেও কাজ না হওয়াতে শেষমেষ ঘুষ দিয়েই কাজটি সম্পন্ন করার চেষ্টা করলেন। যাইহোক একসময় কাজটি শেষ হয় এবং কথামত কাজ সম্পাদনকারী অফিসারকে টাকা দিতে হয়। টাকা দিতে একটু লেট হওয়ায় সেই অফিসার ‘নিজের হকের’ টাকা দাবি করে অনেক কথা শুনিয়েছিলেন।
আসলে বাস্তবতা এটাই। মানুষ ভালো কিংবা খারাপ যেই কাজই করুক সেটার পেছনে একটি যুক্তি দাড় করিয়ে নেয়। এই যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলিম তারা জানে ঘুষ খাওয়া কিংবা দেওয়া হারাম। কিন্তু ‘বাধ্য’ হয়ে যখন দিচ্ছে তখন এই বাধ্য হওয়াটাকেই কারণ হিসেবে দাড় করাচ্ছে। যে নিচ্ছে সেও দাড় করাচ্ছে চাকুরিতে ঢুকতে তারও প্রচুর টাকা ঘুষ দিতে হয়েছে। অতএব এখন ঘুষ খাওয়া তার ‘হক’।
পরিস্থিতি এতই নাজুক যে ঘুষখোর অফিসার ঘুসের টাকার জন্য তাগদা দেন কারণ অইদিকে নামাযের জামাত শুরু হয়ে গেছে।