আওয়ামী ফাইলস
২০১৯-২০ সালে বাংলাদেশি গোয়েন্দা সংস্থা NSI একটা তদন্ত প্রতিবেদন তৈরি করেছিলো।
প্রতিবেদনের বিষয়ঃ আওয়ামী লীগ এবং তাদের ভাই-ব্রাদার সংগঠনদের ভেতরের লোকদের মধ্যে কারা কারা দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মাদক ব্যবসা ইত্যাদি দুই নাম্বারির সাথে জড়িত।
বিশাল তালিকা। দুই নাম্বার আওয়ামী নেতাদের সবার যাবতীয় হাঁড়ির খবর, টাকা ইনকামের সোর্স, টাকার পরিমাণ এবং কোথায় কোথায় তাদের সম্পত্তি আছে – সব তথ্য সেই লিস্টের মধ্যে ছিলো।
সেই লিস্টটা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে শেখ হাসিনাকে দেয়া হয়েছিলো।
গুম সম্রাজ্ঞী শেখ হাসিনা – সেই পুরো লিস্টটা গুম করে ফেলেছেন। দুর্নীতিবাজ আওয়ামী নেতাদের ব্যাপারে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপই নেয়া হয়নি।
এইবার, সেই লিস্ট ফাঁস হয়েছে। ফাঁস করেছে NSI এর ভেতরের লোক। পেয়েছেন জুলকারনাঈন সায়ের সামি।
এই লিস্টের রাজা-বাদশাহদের নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি, “আওয়ামী ফাইলস”।
কিছু করার নাই। জাস্ট এদের চিনে রাখেন।