সচিবের হস্তক্ষেপে কিডনি পাচার কারীর জামিন
বাংলাদেশের কিডনি পাচার কারিদের গটফাডার সাইফুল জামিনে মুক্তি পেয়েছেন। একজন সিনিয়র সচিবের নির্দেশে তাকে জামিন দেওয়া হয় বলে জানা যায়। সাস্থ্য সচিব জাহাঙ্গীর আলমের হস্তক্ষেপে বাংলাদেশের মানব দেহের অঙ্গ প্রতঙ্গ প্রাচারের অন্যতম গডফাদার সাইফুলকে জামিন দেওয়া হয়েছে।
টাকার লোভ দেখিয়ে মানুষের কিডনি বিক্রি করার সময় পুলিশের হাতে গ্রেফতার হয় সাইফুল। কিন্তু কিছুদিন না যেতেই সে আবার জামিনে বেরিয়ে আসে। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
অথচ সাইফুলকে যে মামলায় অভিযুক্ত করা হয়েছে সেই মামলায় সর্বনিম্ম এক বছরের আগে জামিন হওয়ার কথা নয়। কিভাবে ক্ষমতার অপব্যবহার করে তার জামিন করানো হলো তা নিয়ে নানা পশ্ন জনমনে বিরাজ করছে। তবে আদালতকে চাপ প্রয়োগ করে তার জামিন করিয়েছেন তা আমাদের কাছে স্পষ্ট। মুলত সচিবের ক্ষমতাকে কাজে লাগিয়ে তার জামিন করানো হয়েছে তা দিবালোকের মত পরিস্কার।