সাত লাখ টাকা ঘুষ দিতে পারে না, তাই চাকুরিও হয় না
বেকার দের হাত সবসময় মাথায় থাকে। কারন মধ্যবিত্ত গরীব রা ৭০০০০০ টাকা ও ঘুষ দিতে পারে না চাকরি ও হয় না এই দুর্নীতির রাজ্য বাংলাদেশে যদি আফগানিস্তানের মতো দেশ হতো তবে দেশের মানুষ একটু শান্তি পেত। একটু হলে ও বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে সব কিছু নিয়েই দুর্নীতির শীর্ষে চলে গেছে।