বন্ধ করা যাচ্ছে না বলে কি দুর্নীতি মেনে নিতে হবে?
যারা দুর্নীতির তদন্ত করবেন, তাদের দুর্নীতিমুক্ত থাকা জরুরি। এর চেয়েও বেশি জরুরি সরকারের সদিচ্ছা। অর্থাৎ দেশ দুর্নীতিমুক্ত হোক—এটি সরকার চায় কি না। নাকি সরকার যেহেতু গণকর্মচারীদের দিয়ে ‘রাজনৈতিক কাজ’ করায়, ফলে তাদের অন্যায়গুলোর ব্যাপারে চুপ থাকে।