দূর্নীতিগ্রস্ত ওয়াসার এমডিকে রুখবে কে?

চলমান করোনা মহামারির মধ্যেই আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে প্রতি ইউনিট পানির দাম ৫ শতাংশ হারে বাড়িয়েছে তিন মাসের ছুটিতে যুক্তরাষ্ট্রে থাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম খান।

আমরা দেখছি জনসম্মতিহীন সরকার ও তাঁর দূর্নীতিগ্রস্ত আমলারা ক্রমশঃ বেপরোয়া হয়ে উঠেছেন জনগণের ওপর তাঁদের দূর্নীতি ও অনিয়মের দায় চাপিয়ে দিতে। অবৈধ ও স্বেচ্ছাচারী কায়দায় নিয়োগপ্রাপ্ত ওয়াসার এমডি তাকসিম খানদের এই গণবিরোধী সিদ্ধান্তের সবচেয়ে বড় শিকার হবেন ঢাকা ওয়াসার অন্তর্ভুক্ত মেসবাড়ি, ঘণবসতি ও বস্তি এলাকায় থাকা নিম্ন আয়ের মানুষগুলো।

এসব চিহ্নিত গণবিরোধী সরকার ও দূর্নীতিগ্রস্ত আমলাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সবাইকে সম্মিলিতভাবে এদের দখলদারিত্বের বিরুধে লড়তে আহবান জানাই।

#StopCorruption

Maniruzzaman

I am Maniruzzaman, a free thinker and political commentator, dedicated to unraveling the complexities of Bangladesh’s political landscape.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button