সানোফি চোখে আঙুল দিয়ে দেখায়ে দিয়ে গেলো আমরা দূর্নীতির পর্বতচূড়ায় উঠে গেছি
দেশ ছেড়ে যাচ্ছে আন্তর্জাতিক ঔষধ কোম্পানি সানোফি। এর আগে gsk এবং sun বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে চলে গেছে। তথ্যমতে সানোফি বিশ্বের ৬ষষ্ঠ বৃহৎ ঔষধ কোম্পানি।
সানোফির কর্মকর্তারা জানান, দেশের বিপণন ব্যবস্থা অনৈতিক। ওষুধ কম্পানিগুলোকে তাদের ওষুধ চালানোর জন্য ডাক্তারদের বড় অঙ্কের কমিশন ও উপহার সামগ্রী দিতে হয়। তবেই শুধু তাঁরা রোগীদের ওই কম্পানির ওষুধ প্রেসক্রাইব করেন। কিন্তু এ ধরনের মার্কেটিং সানোফির বৈশ্বিক নীতি অনুমোদন করে না। অথচ সানোফি যদি এ ধরনের ঘুষ না দেয় তাহলে উদ্ভাবন ও মার্কেটিং কোনোটিতেই ভালো করতে পারবে না।
সানোফি বাংলাদেশের এমডি মুইন উদ্দিন মজুমদার বলেন, যেসব দেশে সানোফি কাজ করে সেসব দেশে আমরা নিয়মিতভাবেই আমাদের ক্রেতাদের কিভাবে সর্বোত্তম উপায়ে সেবা দিতে পারি সে বিষয়টি মূল্যায়ন করি। কিন্তু বর্তমানে বাংলাদেশে এ মূল্যায়নে ভিন্ন চিত্র উঠে আসছে। সানোফি আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়ে দিয়ে গেলো আমরা দূর্নীতির পর্বতচূড়ায় উঠে গেছি। সরকারি বেসরকারি এমন কোন সেক্টর নাই যেটা দুর্নীতি মুক্ত আছে।