স্বাধীনতার পরে সবচেয়ে বর্বর সময় কাটছে বাংলাদেশের
স্বাধীনতার পরে সবচেয়ে বর্বর সময় কাটছে বাংলাদেশের !
দুর্নীতি হলো সরকারি কাজের ট্রেড লাইসেন্স । যে দেশে ন্যায় বিচার বলতে কিছু নেই । সরকারের বিপক্ষে রায় গেলে প্রধান বিচারপতি কে দেশ থেকে বের করে দেয় । যে দেশে দুদক থেকে দুর্নীতি কে উৎসাহ দেয় আর যাই হোক সে দেশ সভ্য না।
দলীয় সার্টিফিকেটে যে দেশে মৃত্যুদন্ড মওকুফ হয়ে যায়, ধর্ষক প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়ায় । আর যাই হোক সে দেশ নিরাপদ নয় ।
যে দেশে আজো গুজব রটিয়ে রাস্তায় একটা জীবনকে পিসে দেওয়া হয় , যে দেশে নেত্রকোনা থেকে শিশুর কল্লা উদ্ধার হয় । সে দেশ বসবাসের যোগ্য নয় ।
প্রিয় মাতৃভূমি তুমি এত অস্বাভাবিক , এত অনিরাপদ এত বিশৃঙ্খল কবে হলে ?