প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিই হলেন বাংলাদেশের একমাত্র ‘প্রাণসম্পন্ন’!
প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিই হলেন বাংলাদেশের একমাত্র ‘প্রাণসম্পন্ন’!
আর যাদের ঘাম ঝরানো অর্থে শুধুমাত্র দুজন ‘প্রাণসম্পন্নের’ জন্য উড়োজাহাজ কেনা হবে,
সেইসব সাধারন জনগনই একগাদা “প্রাণহীন জীব” !
যে মন্ত্রীর দূর্নীতি ও অদক্ষতার কারনে প্রধানমন্ত্রীকে জরুরী অবতরণ করতে হয়েছে,
প্রধানমন্ত্রীর উচিত সেই দূর্নীতিবাজ মন্ত্রীকেই আগে মন্ত্রীপরিষদ থেকে “জরুরী অবতরণ” করানো !!