নিজের পালিত গুন্ডা বাহিনী দিয়ে সড়কে টোল বাণিজ্য করেন যে মেয়র
পটুয়াখালীতে মেয়র মহিউদ্দিন যেন এক আতঙ্কের নাম। ক্ষমতার অপব্যবহার করে মহিউদ্দিন গড়ে তুলেছেন সম্পদের এক পাহাড়।
পাশাপাশি নিজ এলাকায় গড়ে তুলেছেন নিজস্ব এক পালিত সন্ত্রাস বাহিনী। তাদের আতঙ্কে জেলা জূড়ে ব্যবসায়ীরা নাজেহাল।
চাদাবাজদের দৌরাত্ব সয়লাব জেলার প্রতিটি মহাসড়ক। ছোট বড় সকল প্রকার যানবাহন থেকে মহিউদ্দিনের নিজস্ব গুন্ডা বাহিনী অস্বাভাবিক হারে চাঁদা আদায় করে নিচ্ছে , বাদ যায়নি রিক্সা ভেন ও ইজি বাইকও।
ঠিক এমন অবস্থায় মেয়র মহিউদ্দিনের হাতে পটুয়াখলীবাসী কতটা নিরাপদ ?