কিছু বললেই ডিজিটাল মামলা…
এই দৃশ্য পৃথিবীর মধ্যে বিরল ঘটনা যা ঘটেছে উন্নয়নশীল দেশ বাংলাদেশে এমন দৃশ্য পৃথিবীতে আর কোন দেশে ঘটছে কি না আমার জানা নাই, তার পরেও আরাফাতে মত একশ্রেণির বিশিষ্ট নাগরিক আমরা কিছু বললেই বলবে আমরা নাকি বন্যপ্রাণী আমাদের মুখে গণতন্ত্রের কথা অধিকারের কথা বাকস্বাধীনতার কথা মানাই না উন্নয়নের চাপারতলে পরে আছে স্বাস্থ্যখাতে বেহাল দশার দৃশ্য শুধু স্বাস্থ্যখাতে দুর্নীতির লুটপাটের জন্য জীবন দিতে হচ্ছে দেশের সাধারণ হাজার হাজার মানুষ।
একইভাবে সিলেন্ডার হাতে নিয়ে মা” বাবা, মামারা ছুটছেন সন্তানের জীবন বাঁচানোর জন্য।