দেশে ধর্ষকদের অনেক ক্ষমতা!
বাংলাদেশে দিন দিন করোনার চেয়েও শক্তিশালী হয়ে যাচ্ছে দেশের ধর্ষকগুলো!!!!!
দেশে ধর্ষকদের অনেক ক্ষমতা।
তাদের বিচার এদেশে কেউ করতে পারে না।
করোনার ভ্যাকসিন আমাদের দরকার নাই।বাংলাদেশে অপরাধ দমনের জন্য একটা কীট তৈরি করেন।
ক্ষমতাসীনদের কাছে আমার প্রশ্ন:-
১।বাংলাদেশে ২০০৯ থেকে যতগুলো ধর্ষন হয়েছে তার ৯৫% শিকারী আপনাদের সোনার ছেলেরা কেন?
২।সোনার ছেলেরা যখন নির্মমভাবে কাউকে ধর্ষন করে,,,, তখন আপনারা কেন সেই ধর্ষকের বিচার করতে পারেন না?
৩।আপনাদের সোনার ছেলেদের দিয়ে দেশে ৮০% কু-কর্ম সৃষ্টি হয়!!!
#আজ যদি দেশে অন্যায়ের বিচার সঠিকভাবে করা হত তবে আমাদেরকে বাংলাদেশের এমন চিত্র দেখতে হত না।বাংলাদেশ এমন একটি দেশ,যেখানে ধষর্ন,খুন,চাদাবাজি,হয়রানি,দূর্নীতির মতো বড় বড় অপরাধ হয়,কিন্তু একটা বিচারও শেষ পর্যন্ত পৌছায় না।!!!
আপসোস