দূর্নীতির ভ্যাক্সিন চাই
কিসের করোনা করোনা আর ভ্যাক্সিন আসার গল্প বলে এসব বাদ দিয়ে যদি কোন দেশ দূর্নীতির ভ্যাক্সিন বাংলাদেশে পাঠাতো…
সব কিছুতে ভেজাল খেয়ে খেয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার এই অবস্থা যে করোনা হয়তো সয়ে যাবে, কিন্তু সেই মন্ত্রণালয় থেকে শুরু করে বড় বড় স্থানে বড় বড় যতো দূর্নীতিবাজ আমলা, কর্মকর্তা ও নেতা আছে ওদের যন্ত্রণা মানুষ কি বাংলার মাটিও আর সইতে পারছে না ।
ভ্যাক্সিন চাই তবে করোনাভাইরাস-এরটা নয় তার আগে দূর্নীতিরটা আসুক।