মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ দুর্নীতি বন্ধ করতে বলুন
গত কয়েক বছর একটা জিনিস প্রায় সবাই লক্ষ্য করেছেন তা হলো আপাত দৃষ্টিতে যা সাধারণ মানুষের চোখে ভালো তার অনেক কিছুই প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া হচ্ছে না। এটি কি রাষ্ট্রের জন্য কল্যাণ নাকি অকল্যাণ তার বিশদ ব্যাখ্যায় আপাতত যাচ্ছিনা। তবে এখানে কিছু উদাহরণ দেয়ার চেস্টা করবো। প্রধানমন্ত্রীর একটি সংবাদ সম্মেলেনে দেখেছি এক সাংবাদিক প্রধানমন্ত্রী কে ‘সব কিছুতে উনার নির্দেশ লাগে’ এ প্রশ্ন করে তা রাষ্ট্রের জন্য খারাপ এমন ইংগিত দিলেও প্রধানমন্ত্রী তার প্রতিবাদ করেছেন এবং সবকিছুতে উনার নির্দেশকে “ভালো এবং উনি দেশ নিয়ে ভাবেন” তা প্রকাশ করার চেস্টা করেছেন। আসুন কিছু ঘটনা দেখিঃ
১. মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার দ্রুত বিচার এর কথা বলেছেন তাই বিচার দ্রুত হয়েছে।
২. ক্যাসিনো বিরোধী অভিযানের আদেশ দিয়েছে তাই অভিযান হচ্ছে
৩. আবারার হত্যা কারীদের গ্রেফতার এর কথা বলেছেন, নিউজে দেখেছি সে সময় বুয়েট ভিসি জনাব কাদের সাহেবের সাথে কথা বললে উনি ভিসি কে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে বলেছেন।
৪. শেয়ার বাজার নিয়ে কিছুদিন আগে বলার পর আপাতত শেয়ারবাজার ফুলে আছে
৫. চীনে আটকা পডা ছাত্রদের ফিরিয়ে আনার জন্য নির্দেশ দিয়েছিলেন।
৬. সর্বশেষ আজ জনাব কাদের সাহেব বললেন যুবলীগের খ্যাতিমান নেত্রী পাপিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশেই গ্রেফতার করা হয়েছে।
এবার দেখুন বিপরীত চিত্রঃ
১. হত্যাকাণ্ডের আসামী গ্রেফতারের জন্য এবং দ্রুত বিচারের জন্য প্রধানমন্ত্রীর ইশারা লাগবে তাই বরগুনার রিফাত হত্যা নিয়ে পুলিশ আর দলীয় লোক নিজেদের মতো করে সব করতেছে। মিডিয়াতে যাদের আশ্রয় প্রশ্রয় এ নয়নবন্ডরা তারা আইনের বাহিরে।
২. আবরার হত্যায় প্রধানমন্ত্রী দ্রুত বিচারের কথা বলেন নাই তাই আবরারের বাবা দ্রুত বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে ।
৩. চীনের আটকদের আনতে প্রধানমন্ত্রীর আদেশ লাগে কিন্তু আরো ১৭০ জন কে যে না আনার ঘোষনা দিয়েছেন তাহলে তাও কি প্রধানমন্ত্রীর মানা!????????
৪. পাপিয়ার বিষয়ে দল সরকার সবাই জানত যেহেতু প্রধানমন্ত্রী আদেশ দেন নি তাই এতোদিন গ্রেফতার হয়নি।
প্রশ্ন হলো দেশে আইন আছে আইন শৃঙ্খলা বাহিনি আছে , কেউ অপরাধ করলে আইনের গতিতে তা চলবে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ তা দেখবে এবং ব্যবস্থা নিবে। কিন্তু বর্তমান অবস্থাদৃষ্টে বুঝা যাচ্ছে ভালো কিছু করতে হলে সব প্রধানমন্ত্রীর নির্দেশ লাগবে।!!!???? তাই মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ দুর্নীতি বন্ধ করতে বলুন। আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই যা হবে সকল সমস্যার সমাধান।