বিদেশে অর্থ পাচার করে মহা-দুর্নীতি

বিদেশে অর্থ পাচার করে যারা মহা-দুর্নীতি করেছে উচ্চ আদালত তাদের দেশ ও জাতির সংগে বিশ্বাসঘাতক এবং জাতীয় বেঈমান বলে অভিহিত করেছেন । ২০১৯ সালে সকল বাংলাদেশীদের পাচারকৃত মোট অর্থের পরিমান ছিল ৫ হাজার ৩ শত কোটি টাকা । এখন শোনা যাচ্ছে – সিংগাপুরে একজন বাংলাদেশীর নামেই নাকি জমা আছে ৮ হাজার কোটি টাকারও বেশী !!!

সরকারের কাছে অনুরোধ – যারা বিদেশে বেগমপাড়া বানিয়েছে, হুন্ডি ও ওভার ইনভয়েসের মাধ্যমে শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, পাচারকারী যেই হোক, তাদের টাকা দেশে ফেরত এনে বিনিয়োগ করা হোক । এ ক্ষেত্রে শর্ত দেওয়া যেতে পারে – যে পাচারকারী এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করবে তাদেরকে নামমাত্র সাজার আওতায় আনা হবে ।

Maniruzzaman

I am Maniruzzaman, a free thinker and political commentator, dedicated to unraveling the complexities of Bangladesh’s political landscape.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button