অপরাধী-দুর্নীতিবাজদের অধিকাংশই এখন আমলা-এমপি-মন্ত্রী
পুরো পত্রিকায় একটি মাত্র খবর দেশ-জাতির জন্য নিরাপদ। বাকি খবরগুলোতে কেবল লুটতরাজ-জ্ঙ্গীবাদ-দুর্নীতির কথা। বলুন এসব কাদের ব্যর্থতা? মোটেই সরকারের নয়; আমজনতার ব্যর্থতা। কিভাবে? যেভাবে বাংলাদেশে সুসরকার গঠনে ভোট প্রদানের মধ্য দিয়ে স্বচ্ছ নির্বাচন প্রয়োজন ছিলো, সেভাবে বাস্তবায়ন যখন হয়নি, তখন নিজেদের স্বার্থে নিরব ভূমিকায় থেকেছে
। পুলিশ-প্রশাসনের অন্যায়ভাবে ধরপাকরকে ভয় করে অস্বচ্ছ নির্বাচন, অপরাধী-দুর্নীতিবাজ নেতাদের রাজনৈতিক কর্মসূচির নামে অপরাজনীতি সহ্য করে তাদেরকে ক্ষমতায় আসার রাস্তা প্রশস্থ করে দিয়েছে। আর সেই অপরাধী-দুর্নীতিবাজদের অধিকাংশই এখন আমলা-এমপি-মন্ত্রী। তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে চলমান সরকার। অতএব, বরাবরের মত সরকারকে দোষ না দিয়ে কিছুটা দায় কাঁধে নিয়ে লজ্জা থেকে হলেও জাগুন, অপমানবোধ-দারিদ্রর কষাঘাত থেকে মুক্তি পেতে রাগুন…