বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট
একজন রোগী হার্ট অ্যাটাক করেছে কিনা টেস্ট করতে হাসপাতালে ভর্তি হয়ে ৪ দিন থাকার পর হাসপাতালের বিল দেখে হার্ট অ্যাটাক করে মরে যাবে… মাসিক বেতন ১ লক্ষ টাকা হলেও, যে কেউ হিমশিম খাবে পরিশোধ করতে, এমনকি অস্ট্রেলিয়াতে ইভেন প্রাইভেট চিকিৎসায়ও এত খরচ হয় না…
ডক্তাররা কি করবে? দেশ জুড়ে বড়লোকির শো অফ চলছে, তাতে তাদের শামিল হতে হয়; লোভের কোনো শেষ নেই, সরকারি উচ্চ লেভেলে ঘুষের শেষ নাই, দুর্নীতির কোনো শেষ নাই! খাইতে তো না করি নাই, একটু রয়ে সয়ে লজ্জা শরমের মাথা রেখে খা!
যার কারণে ইনফ্লেশন রেট মনে হয় ২০/৩০ গুন বেড়েছে গত তিরিশ বছরে; সাধারণ মানুষের একটা ডিম কেনার সামর্থ নাই (অস্ট্রেলিয়াতে দাম বাংলাদেশের চেয়ে কম), কি করে এই বড়লোকরা ১০০ কোটি টাকার অভিশাপ হজম করে? এত কেন লাগে? কোথায় লাগে? চাওয়ার কি কোনো শেষ নাই এই অভিশপ্ত দোযখ দেশে?