‘কম্বল চোর’-এর গল্প
বাংলাদেশে ১৯৭২ সাল থেকেই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরণের রিলিফ দ্রব্য আসা শুরু করে। এগুলি ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট’ (যা আগে ‘রেড ক্রস’ হিসেবে পরিচিত ছিল) সরাসরি নিজের তত্ত্বাবধানে বিতরণ করতো। এই রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য ও শেখ মুজিবের অতি ঘনিষ্ঠ সহকর্মী গাজী গোলাম মোস্তফা।
তিনি প্রথম থেকেই রেড ক্রিসেন্টের রিলিফ বিতরণের ক্ষেত্রে এমন ব্যাপকভাবে দূর্নীতি করেন যাতে ১৯৭২ সালেই তিনি ‘কম্বল চোর’ হিসেবে পরিচিত হন। ১৯৭৪ সালেও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিলেন। দুর্ভিক্ষের সময় যখন লক্ষ লক্ষ মানুষ খাদ্যাভাবে এবং অপুষ্টিজনিত কারণে মৃত্যুবরণ করছে, শীত বস্ত্রের অভাবে উত্তরাঞ্চলে তাদের দূর্দশার সীমা থাকছে না তখনো গাজী গোলাম মোস্তফার চুরি দুর্নীতির কোন শেষ ছিল না। তাকে এসময় লোকে কম্বল চোর ছাড়াও তার নামের আদ্যাক্ষর অনুযায়ী বলতো ‘গগম’!