সবার আগে চাই সততা

আমার মনে হয় মানুষের সব চেয়ে বড় গুণ তার সততা। যার মাঝে সততার লেশ মাত্র নেই তার মানুষ নাম ধারণ করা উচিত নয়।
সত্যবাদী মানুষ কখনো কোন খারাপ কাজ করতে পারে এটা আমার বিশ্বাস হয় না। প্রতিটি মানুষ যদি ব্যক্তিগতভাবে সৎ হত তাহলে বাংলাদেশের চেহারাটাই পাল্টে যেত।

এক জন সরকার প্রধান যখন ব্যক্তিগতভাবে খুব সৎ হবেন তার প্রভাব দেশের পুরো জনগোষ্ঠীর উপর পড়বে। এই প্রভাব অবশ্যই ভালো প্রভাব। ফলে দেশে এগিয়ে যাবে।

একজন মন্ত্রী যখন ব্যক্তিগতভাবে সৎ হবেন তার প্রভাব পড়বে পুরো মন্ত্রণালয়ে। এই প্রভাব অবশ্যই ভালো প্রভাব। ফলে দেশে এগিয়ে যাবে।

সরকারী একটি বিভাগের প্রধান যখন ব্যক্তিগতভাবে সৎ হবেন তখন তার প্রভাব পড়বে পুরো বিভাগের উপর। এই প্রভাব অবশ্যই ভালো প্রভাব। ফলে দেশে এগিয়ে যাবে।

সরকারের একটি উপজেলার চেয়ারম্যান, সংসদ সদস্য ও অন্যান্য নির্বাচিত ব্যক্তিরা যখন ব্যক্তিগতভাবে সৎ হবেন তখন তার প্রভাব পড়বে পুরো উপজেলার উপর। এই প্রভাব অবশ্যই ভালো প্রভাব। ফলে দেশে এগিয়ে যাবে।

দেশর সবগুলো পরিবারের প্রধান যখন ব্যক্তিগতভাবে সৎ হবেন তখন তার প্রভাব পড়বে পুরো পরিবারের উপর। এই প্রভাব অবশ্যই ভালো প্রভাব।সেই পরিবারটি হবে সেরা পরিবার। ফলে দেশে এগিয়ে যাবে।

আমাদের অন্যগুণ কম থাকলেও যদি সততার গুণ বেশী থাকে তাহলে তা হবে অনেক চমৎকার একটি ব্যাপার। সবার আগে চাই সততা।

সততাই উৎকৃষ্ট পন্থা। Honesty is the best policy.

Maniruzzaman

I am Maniruzzaman, a free thinker and political commentator, dedicated to unraveling the complexities of Bangladesh’s political landscape.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button